খুঙ্গী

শব্দ : খুঙ্গী,অর্থ : বেতের বা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ঝাঁপি, যাতে লিখিত পুঁথি রক্ষিত হতো।
প্রচলিত অঞ্চল :
উদাহরণ : যে-ঝুড়িতে তালপাতার পুঁথি রাখা থাকত, তাকে খুঙ্গি বলে।
ভারতচন্দ্র লিখেছেন, 'রত্নভরা খুঙ্গিপুঁথি ঘোড়ার হানায়' নিয়ে যাবার কথা। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ অবদি কথাটা চালু ছিল। বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশনন্দিনী'তে গজপতি বিদ্যাদিগগজ বিমলার সঙ্গে 'পালিয়ে' যাবার আগে খুঙ্গিতে শুধু স্মৃতির পুঁথিটা নেন, কেননা ব্যাকরণ তাঁর কণ্ঠস্থ।
দেশ : ভারত (পশ্চিমবাংলা)।
সংগ্রাহক : বিস্ময় বিষ্ণুপুত্র, কলকাতা

Comments

Popular posts from this blog

হাতনে / হেতনে